ভোটের আগে নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে মাঠে পুলিশ ও প্রশাসন
ত্রিপুরা, ১৬ জানুয়ারি : নির্বাচন ঘোষণার প্রস্তুতি প্রায় চূড়ান্ত। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ টিম আগরতলায় দুদিনের সফরে এসে প্রশাসনিক প্রস্তুতি পর্ব খুঁটিয়ে দেখেছেন। অনুমান করা হচ্ছে কয়েক দিনের মধ্যেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হবে। ইতিমধ্যেই আরক্ষা বাহিনীর সর্বোচ্চ প্রধানের সঙ্গে দেখা করে, নির্বাচনের আগে ত্রিপুরার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ দিয়ে গেছেন। জাতীয় নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ টিমের প্রতিনিধিরা। আরক্ষা বাহিনীও যথাযথভাবে সেই নির্দেশ পালনে মাঠে নেমে পড়েছে। রবিবার রাজধানী আগরতলায় বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পুলিশের ফ্ল্যাগ মার্চ হল জোর কদমে। আগামী দিনেও এইধরনের ফ্ল্যাগ মার্চ জারি থাকবে বলে জানিয়েছেন পশ্চিম জেলা পুলিশ এসপি। রবিবার প্রতাপগড় বিধানসভা কেন্দ্রে সংঘটিত হল এই ফ্ল্যাগ মার্চ। আরক্ষা বাহিনীর এই মহড়া পর্বে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক, পুলিশের এসপি, এসডিপিও থেকে শুরু করে পুলিশের অন্যান্য আধিকারিকরা। ভোটের আবহে যেকোনও চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে পশ্চিম জেলা পুলিশ প্রশাসন রবিবার রাজধানীর অন্যতম বিধানসভা কেন্দ্র প্রতাপগড়ে ফ্ল্যাগ মার্চে গিয়ে সংবাদ মাধ্যমকে এই কথা জানিয়েছেন পুলিশের পশ্চিম জেলার এসপি শঙ্কর দেবনাথ। এদিন রাজ্য আরক্ষা প্রশাসনের তরফ থেকে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে এই মহড়া দেওয়া হয়। এই মহড়ায় ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, পশ্চিম জেলার পুলিশ সুপার শঙ্কর দেবনাথ, এসডিপিও অজয় কুমার দাস, পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। এদিন সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে পশ্চিম ত্রিপুরা জেলাশাসক দেবপ্রিয় বর্ধন জানিয়েছেন, ভোটের আগে ভোট প্রস্তুতির অঙ্গ..