ভোট নিরাপত্তায় নামলো কেন্দ্রীয় বাহিনী
ত্রিপুরা, ৩১ ডিসেম্বর : আসন্ন নির্বাচনকে ঘিরে শান্তিশৃঙ্খলা রক্ষায় ইতিমধ্যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা আসতে শুরু হয়েছে। সম্প্রতি রাজ্যে প্রায় একশ কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা রাজ্যে পৌঁছে গেছে। তারা এখন বিভিন্ন থানা এলাকায় নিরাপত্তার কাজে নিয়োজিত হয়েছে। নির্বাচনকে ঘিরে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে চলছে রাজ্যের গ্রাম পাহাড় এলাকায় টহল। বৃহস্পতিবার জিরানীয়া মহকুমা এলাকার বিভিন্ন স্থানে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা টহল দিয়েছেন। এ দিন রাণীরবাজার থানাধীন দশরামবাড়ি মাধববাড়ি, তাকথৈই বাজার, বর্ধমান ঠাকুর পাড়া, জিরানীয়া থানাধীন এসএন কলোনি, কালীমুড়া সহ মান্দাই থানা এলাকার নানা স্থানে জওয়ানরা টহলে নেমেছে। মোট চার কোম্পানি প্রথম ধাপে মহকুমা এলাকায় কাজে নিয়োজিত হয়েছেন বলে জানান এসডিপিও হিমাদ্রি প্রসাদ দাস। তিনি জানান, দিন- রাত চলছে টহল। রাণীরবাজার থানার ওসি আশীষ সরকার জানান, এলাকায় মদ, ড্রাগস সহ অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিদিন চেকিং ও টহল চলছে। নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সমাপ্ত করার লক্ষ্যে দিনরাত চলছে জোরদার নিরাপত্তা। জানা গেছে, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ এবং ইন্দো-তিবৃত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা নির্বাচনে শান্তি রক্ষার কাজে নিয়োজিত হয়েছে। পাহাড়ি এলাকায়ও চলছে তল্লাশি ও টহল..