ভ্যাকসিন সার্ভের নামে রাজ্যে সাইবার ক্রাইম অর্থ গায়েব
ত্রিপুরা, ২৫ নভেম্বর : সাইবার অপরাধীরা প্রতিদিন নতুন নতুন পন্থা অবলম্বন করে মানুষের কষ্টার্জিত অর্থ লুটে নিচ্ছে। এবার সাইবার অপরাধীদের একটি নতুন পন্থা সামনে উঠে এসেছে। করোনা ভ্যাকসিনের সার্ভের নাম করে মোবাইলে লিংক পাঠিয়ে সেই লিংকের মাধ্যমে ব্যাংক থেকে অর্থ আত্মসাৎ করার ঘটনা উঠে এসেছে।
এমনই একটি ঘটনা বুধবার ঘটেছে রাজধানী শহর আগরতলার যোগেন্দ্রনগর এলাকার এক ব্যবসায়ী সঞ্জীব পাল এর সাথে।
বুধবার অপরিচিত এক ব্যক্তি আগরতলা যোগেন্দ্রনগর নিবাসী সঞ্জীব পালের বাড়িতে আসে করোনার ভ্যাকসিন সংক্রান্ত সার্ভের নাম করে। এসে পরিবারের লোকজনকে উক্ত ব্যক্তি জানায় যে মোবাইল নম্বরের মাধ্যমে করোনার ভ্যাকসিন নেওয়া হয়েছিল সেই ফোন নাম্বারটিতে একটি ভেরিফিকেশন লিংক দেওয়া হয়েছে। সেই লিংকের মাধ্যমে করোনা..