মণিপুরে ত্রিপুরার ছাত্রদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রাজ্য
ত্রিপুরা ৬ মে : মণিপুরে পাঠরত রাজ্যের ছাত্রছাত্রীদের পরিবার মারাত্মক উদ্বেগে রয়েছে। নিরাপদে তাদের ছেলেমেয়েদের ত্রিপুরায় ফিরিয়ে আনার জন্য দাবি জানিয়েছেন। মণিপুরের বর্তমান অস্বাভাবিক পরিস্থিতিতে আতঙ্ক বিরাজ করছে এরাজ্যেও। এই পরিস্থিতিতে সমস্ত ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ত্রিপুরা সরকারের কাছে দাবি করেছেন এই সকল ছাত্রছাত্রীর পরিবার। এদিকে মণিপুরের হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা শুক্রবার দুপুরে জরুরি বৈঠক করেছেন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন। মণিপুরে হিংসাত্মক ঘটনায় ইতোমধ্যেই বহু মানুষ প্রাণ হারিয়েছেন। অনেকেই আহত হয়েছেন। হাজার হাজার পরিবার গৃহহীন হয়েছে। বহু মানুষের বাড়িঘর সম্পত্তি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। মণিপুরে ক্ষমতাসীন বিজেপি সরকার সম্প্রদায়ের মধ্যে সহিংস সংঘর্ষ ও জাতিগত উন্মাদনা। প্রতিরোধ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম রাজ্য মণিপুরের শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনা নিশ্চিত করতে সমস্ত রকমের ইতিবাচক পদক্ষেপ নেওয়ার দাবিও উঠেছে সব মহল থেকে। ত্রিপুরা রাজ্য সরকারের কাছেও উদ্বিগ্ন অভিভাবকের তরফে বলা হয়েছে মণিপুরে পাঠরত রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকারী পদক্ষেপ গ্রহণ করার জন্য। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা জানিয়েছেন, মণিপুরে পাঠরত রাজ্যের ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও মণিপুরের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন। শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে কথা বলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্যের ছাত্রছাত্রীদের সুরক্ষিত রাখার বিষয়েও মুখ্যমন্ত্রী আবেদন জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুরে পাঠরত..