মণিপুর ফের উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ মন্ত্রীর বাড়িতে হামলা, কারফিউ জারি
ত্রিপুরা, ২৬ মে : মণিপুরে নতুন করে অশান্তি ছড়ানোর দিনই সে রাজ্যে যাওয়ার কথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু রাজ্য সফরই নয়, মণিপুরে গিয়ে কয়েক দিন থেকে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলারও ইচ্ছাপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তর-পূর্বের মণিপুরে নতুন করে অশান্তি ছড়াচ্ছে। বিষ্ণুপুর জেলায় দুই পক্ষের সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও ১ জন। প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়েছেন স্থানীয়দের একাংশ। সবমিলিয়ে মণিপুরে শান্তির সম্ভাবনা এখনও দূর অস্ত। এই পরিস্থিতিতে মণিপুর সফরের কথা জানালেন শাহ। তিনি বলেন, ‘কিছুদিনের মধ্যেই আমি নিজে মণিপুর যাব। সেখানে আমি ৩ দিন থাকবো এবং শান্তি প্রতিষ্ঠার..