মমতা আসছেন ১১ই জানুয়ারি
ত্রিপুরা, ২৮ ডিসেম্বর : রাজ্যের সরকারের কর্মচারীদের দাবি অনুযায়ী ৭ম পে কমিশন অবশ্যই লাগু করা দরকার। ৩০ শতাংশ বকেয়া ডি এ এর পরিবর্তে শুধুমাত্র ১২ শতাংশ ডি এ প্রদান করেছে রাজ্য সরকার। এটা কোন বিষয়ই নয়। যদি ৭ম পে কমিশন তাদের না দেওয়া হয় তবে তাদের বঞ্চিত করা হবে। সাংবাদিক সম্মেলনে এই দাবি করলেন প্রদেশ তৃণমূল নেতৃত্ব পীযুষ কান্তি বিশ্বাস। তিনি আরও জানান ১১ জানুয়ারি রাজ্যে আসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দলগুলির তৎপরতা বেড়ে চলেছে। কি শাসক দল কি বিভিন্ন বিরোধী দল সবাই যে যার মত করে এই নির্বাচনী ময়দানে অবতীর্ণ। সে দিকেই লক্ষ রেখেই রাজ্যে একের পর এক বিভিন্ন হেভিওয়েট..