মহারাজের মর্মর মূর্তি বসছে বীরচন্দ্র মনু এলাকায় এলাকা পরিদশর্নে এডিসির কর্মকর্তারা
ত্রিপুরা , ২৮ সেপ্টেম্বর : শান্তির বাজার মহকুমার বীরচন্দ্র মনু এলাকার উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহন করছেন এডিসি প্রসাশন। এডিসি এলাকায় তিপ্ৰা মথা দলের সরকার গঠনের পর দক্ষিন জেলার জোনালের জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াংএর নেতৃত্ব বীরচন্দ্র মনু এলাকার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন।
এরইমধ্যে বীরচন্দ্র মনু এডিসি ভিলেজে মহারাজার আবক্ষ মূর্তি তৈরির পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
বীরচন্দ্র মনু এলাকার নামাকরনে মহারাজা বীরচন্দ্র মানিক্য বাহাদুরের আবক্ষ মূর্তি স্থাপন করাহবে। মঙ্গলবার এই মূর্তি স্থাপনের জন্য বীরচন্দ্র মনু এলাকায় জায়গা পরিদর্শনে এলেন টি টি এ এ ডি সি র মুখ্যকার্যনির্বাহী সদস্য পূর্ন চন্দ্ৰ জমাতিয়া, এম ডি সি হংস কুমার ত্রিপুরা, দক্ষিন জেলার জোনালের জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং, প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং, প্রতাপ রিয়াং, মনোরঞ্জন রিয়াং সহ অন্যান্যরা। আজকের এই কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান টি টি এ এ ডি সি র মূখ্যকার্যনির্বাহী সদস্য পূর্ন চন্দ্ৰ জমাতিয়া তিনি জানান দ্রুততার সহিত মহারাজার আবক্ষ মূর্তি নির্মানের কাজ সমাপ্তি করা হবে।