Feature NewsfleshNewsবিশ্ব

মহাসমুদ্রে তীব্র মাত্রার ভূমিকম্প, ধেয়ে আসতে পারে ভয়ংকর এক সুনামিও

ত্রিপুরা, ১৫ নভেম্বর : ভূমিকম্প বা অগ্ন্যুৎপাত আর তার জেরে ঘটা সুনামি- – এই হলো কিছু কিছু সমুদ্র-উপকূলীয় অঞ্চলের চেনা ছবি। সেই ছবিই আবার দেখা গেল টোঙ্গায়। প্রশান্ত মহাসাগরের তলায় বড়মাপের ভূমিকম্প হলো। যার | জেরে সুনামি সতর্কতা জারি হল দ্বীপরাষ্ট্র এই টোঙ্গায়।

১১ নভেম্বর সন্ধ্যায় টোঙ্গা থেকে ১৩২ মাইল দক্ষিণ-পূর্বে সমুদ্রের নিচে এই ভূমিকম্প হয়।

রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৩। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্রের পক্ষ থেকে আমেরিকান সামোয়াতেও এর জেরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এর সঙ্গে তারা জানিয়েছে, ভূমিকম্পের এপিসেন্টার থেকে ৩০০ কিলোমিটার ব্যাসার্ধ- এলাকার মধ্যেও আসতে পারে সুনামি তরঙ্গ। যার মধ্যে পড়ছে নিউয়ে এবং টোঙ্গা মার্কিন জিওলজিক্যাল সার্ভের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমিকম্পটি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ১৫ মাইল নিচে। টোঙ্গা দ্বীপে ভূমিকম্প কোনও নতুন বিষয় নয়। প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ার’ এর থেকে মাত্র ৩৭ মাইল দূরে অবস্থিত টোঙ্গা প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা টেকটোনিক প্লেটের বলয়ই রিং অব ফায়ার নামে পরিচিত। এই বলয় এলাকায় প্রায়শই টেকটোনিক প্লেটগুলির পরস্পরের মধ্যে সংঘর্ষ হয়। এই রেখা ঘিরে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *