মাঝরাতে শোভাযাত্রা, ফাটল বাজি, উদ্দাম নাচ – আর্জেন্তিনার জয়ে রোসারিও হল কলকাতা
ত্রিপুরা, ১৯ ডিসেম্বর : ডিসেম্বরের রাতে ফিরল ২০১১ সালের ২ এপ্রিলের রাতের ছবি। মহেন্দ্র সিং ধোনিরা ৫০ ওভারের ক্রিকেটের বিশ্বকাপ জেতার পর যেভাবে উচ্ছ্বাসে মেতে উঠেছিল পশ্চিমবঙ্গ, তা ফের দেখা গেল রবিবার রাতে। আর্জেন্তিনা ফুটবল বিশ্বকাপ জয়ের পর কলকাতা যেন রোসারিও হয়ে উঠেছিল, কৃষ্ণনগর যেন হয়ে উঠেছিল মার ডেল প্লাটা। কাতারে বিশ্বকাপ ফাইনালের জন্য কয়েকদিন ধরেই সেজে উঠছিল কলকাতা-সহ পুরো পশ্চিমবঙ্গ। ইতিউতি ফ্রান্সের সমর্থক চোখে পড়লেও লিওনেল মেসির হাতে সেই বিখ্যাত ট্রফি দেখতে চাইছিলেন বেশিরভাগ মানুষ। সঙ্গে দেখতে চাইছিলেন ফুটবলের জাদুগরের ম্যাজিক। ফাইনালের ২৩ মিনিটেই সেই স্বপ্নপূরণ হয়। পেনাল্টি থেকে গোল করে আর্জেন্তিনাকে এগিয়ে দেন মেসি।