মাটি খুঁড়লেই গুপ্তধন? হাজার হাজার মানুষ নেমে পড়েছেন হিরের খোঁজে
ত্রিপুরা, ২ নভেম্বর : মধ্যপ্রদেশের পান্না জেলায় যেন গুপ্তধনের সন্ধান। বাঁধ নির্মাণ হচ্ছে কাছাকাছি এলাকায়। আর সেখানেই হিরে পাওয়া যাচ্ছে বলে রটে যায়। আর তারপরই দলে দলে মানুষ সেই হিরের সন্ধানে কার্যত ঝাঁপিয়ে পড়েছেন। পাশের রাজ্য উত্তরপ্রদেশ থেকেও দলে দলে লোকজন আসছেন হিরের খোঁজে। সূত্রের খবর, রুঞ্জ নদীর উপর একটি বাঁধ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ১২ হাজার হেক্টর জমিতে সেচ ববস্থাকে চালু করার জন্য এই উদ্যোগ।
মাস খানেক আগেই এখানে বাঁধ তৈরির কাজ শুরু হয়েছে।
এদিকে বিশ্রামগঞ্জ গ্রাম থেকে আট কিমি দূরে ওই বাঁধ নির্মাণের এলাকায় এক ঠিকাদার হিরে পেয়েছেন বলে রটে যায়। এনিয়ে সোশাল মিডিয়ায় নানা ভিডিয়ো সামনে এসেছে। আর তারপরই হইহই কাণ্ড! জলসম্পদ দফতরের আওতায় এই জমিটি। সেক্ষেত্রে যে কেউ আড়াই ফিট পর্যন্ত এখানে গর্ত করতে পারেন। পুলিশের এক আধিকারিক বলেন, কোদাল বেলচা নিয়ে হাজার হাজার লোক মাটি খুঁড়তে চলে আসছেন। চারদিকে..