মাদক সেবন এবং পাচার ত্রিপুরা সহ পূর্বোত্তরের সামনে বড়ো চ্যালেঞ্জ
ত্রিপুরা, ২৩ নভেম্বর : উত্তর পূর্বাঞ্চলের রাজাগুলির অন্যতম প্রধান সমস্যা হলো অবৈধ মাদক। সুদুর মায়ানমার থেকে মিজোরাম আসাম হয়ে ত্রিপুরাতে আসছে বিপদনক সব মাদক। এগুলির বেশিরভাগই অবশ্য বাংলাদেশের পাচার হচ্ছে।
তবে মাদক সেবন এবং এর চোরাচালান উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে।
এই সমস্যা থেকে উত্তরণের জন্য উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের পুলিশ মহা নির্দেশকদের এই বৈঠক অনেক গুরুত্বপূর্ণ। মঙ্গলবার রাজধানীর প্রজ্ঞাভবনে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির পুলিশ মহা নির্দেশকদের বৈঠকে সাংবাদিকদের কয়েকটি প্রশ্নের উত্তরে এই কথাগুলো বললেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। তিনি বলেছেন, জঙ্গি তৎপরতা এক সময়ে ত্রিপুরাতে ছিল এবং উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে ছিল। এই রাজ্যগুলিতে..