Feature NewsfleshNewsত্রিপুরা

মিডিয়া ওয়ার্কার্স এসো’র আত্মপ্রকাশ

ত্রিপুরা, ২৮ নভেম্বর : পেশাগত উৎকর্ষ বৃদ্ধি, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের নিষ্ঠাবান কর্মী হিসেবে কর্তব্যপালন, নিজেদের অধিকার রক্ষা, সামাজিক কর্তব্য পালনে অগ্রণী ভূমিকা পালন— এমন অঙ্গীকারে রবিবার আত্মপ্রকাশ করলো ত্রিপুরা মিডিয়া ওয়ার্কার্স এসোসিয়েশন। আগরতলা প্রেসক্লাবে প্রথম রাজ্য সম্মেলনে টি এম ডব্লিউ এ’র আত্মপ্রকাশ ঘটে।

মুদ্রিত সংবাদপত্র, অনলাইন সংস্করণ, ওয়েব পোর্টাল, বৈদ্যুতিন প্রচার মাধ্যমের অসাংবাদিক কর্মচারী শ্রমিকদের সংগঠন হিসেবেই সংগঠন কাজ করবে বলে এদিনের সম্মেলনে সিদ্ধান্ত নিয়েছে।

১৬ দফা দাবি সম্বলিত কর্মসূচিও সম্মেলনে গ্রহণ করা হয়েছে। গৃহিত হয়েছে সংগঠনের সংবিধান। সম্মেলনে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ধ্রুব রঞ্জন সেন, টি ডব্লিউ জে’র সাধারণ সম্পাদক সুনীল দেবনাথ ও সাংবাদিক বিজয় পাল সংক্ষিপ্ত আলোচনা..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *