মিড-ডে মিলে পড়ুয়া পিছু বরাদ্দ বাড়াল কেন্দ্র
ত্রিপুরা, ১১ অক্টোবর : গত ১ অক্টোবর থেকে স্কুলের মিড ডে মিলের রান্নার খরচ ৯.৬ শতাংশ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এটি ২০২২-২৩ অর্থবর্ষের ক্ষেত্রে বহাল থাকবে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ইতিমধ্যেই এই বিষয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশিকা পাঠিয়েছে। বর্তমান উচ্চ মুদ্রাস্ফীতির পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত। গত বছর গঠিত একটি পর্যালোচনা কমিটির সুপারিশ অনুযায়ী এই সংশোধন করা হয়েছে। এই কমিটিতে স্বাধীন বিশেষজ্ঞদের পাশাপাশি শিক্ষা, অর্থ ও শ্রম মন্ত্রকের প্রতিনিধিরাও রয়েছেন।
এই স্কিমের অধীনে দেশের প্রায় ১১ লক্ষ মিলিয়ন স্কুলের প্রথম থেকে অষ্টম শ্রেণীর প্রায় ১১.৮ কোটি পড়ুয়াকে মিড ডে মিল প্রদান করা হয়।
এর অধীনে প্রাক-প্রাথমিক পড়ুয়াদেরও দুপুরের খাবার দেওয়া হয়। এই রান্নার খরচ এর আগে শেষবার ২০২০ সালে সংশোধিত হয়েছিল। প্রাথমিকে এতদিন মিড ডে মিলের বরাদ্দ ছিল মাথাপিছু ৪ টাকা ৯৭ পয়সা। সেটা এখন বেড়ে ৫ টাকা ৪৫ পয়সা দাঁড়াবে। অন্যদিকে উচ্চ প্রাথমিকে মিড ডে মিলের বরাদ্দ ৭ টাকা ৪৫ পয়সা থেকে বেড়ে ৮ টাকা ১৭ পয়সা করা হয়েছে। রাজ্য সরকারগুলির সঙ্গে হাত মিলিয়েই এগিয়ে যেতে চাইছে কেন্দ্র। এর জন্য ৩টি ভাগে তহবিল কাঠামো ভাগ করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্য উত্তরাখণ্ড এবং জম্মু ও কাশ্মীরে মিড ডে মিলের ক্ষেত্রে ৯০ শতাংশ অর্থ দেবে কেন্দ্র, ১০ শতাংশ দেবে রাজ্য সরকার। দিল্লি ও পুদুচেরির মতো বিধা কেন্দ্রশাসিত অঞ্চলে, যেখানে বিধানসভা আছে, সেখানে কেন্দ্ৰ ৬০ শতাংশ অর্থ দেবে। বাকিটা রাজ্যের দায়িত্ব। তবে বিধানসভা নেই এমন কেন্দ্রশাসিত অঞ্চলে সম্পূর্ণ তহবিলের জোগান দেবে কেন্দ্রই।