মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যুব কংগ্রেসের বিক্ষোভ
ত্রিপুরা, ৩০ অক্টোবর : রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ময়দানে ঝাঁপাল যুব কংগ্রেস। শনিবার রাজধানী আগরতলায় এই ইস্যু নিয়ে রাজপথে সোচ্চার হতে দেখা গেল তাদের। প্রদেশ কংগ্রেস ভবন থেকে এদিন বিক্ষোভ প্রতিবাদ মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে মুখ্যমন্ত্রীর বাড়ীর সামনে সমবেত হয় তারা। সেখানে যুব কংগ্রেস কর্মীরা প্রতিবাদে মুখর হন। রাজ্যে আইনের শাসন নেই অভিযোগ যুব কংগ্রেসের। শনিবার রাজধানী আগরতলায় ঠিক সেই অভিযোগকে সামনে রেখে পথে নেমে সোচ্চার হলেন সংগঠনের কর্মী সমর্থকরা।
এদিন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে জড়ো হন কর্মী সমর্থকরা।
প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাখু দাসের নেতৃত্বে শুরু হয় বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিল নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ীর দিকে এগুতে শুরু করলে তাদের পথ আটকায় পুলিশ। ঐ কর্মসূচীতে আসা যুব কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করে পুলিশ গাড়ী করে সরিয়ে নিয়ে যায়। এদিনের কর্মসূচী নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে যুব কংগ্রেস সভাপতি রাখু দাস অভিযোগ করে বলেন, রাজ্যে সুশাসনের নামে চলছে কুশাসন। অথচ জনগণের অর্থ খরচ করে লক্ষ-কোটি টাকা ব্যয় করে সুশাসনের মিথ্যা প্রচার চালাচ্ছে সরকার। তার অভিযোগ, প্রতিদিন রাজ্যের বিভিন্ন অংশে অপরাধমূলক কর্মকান্ড ঘটছে। এই বিষয়ে কোন হেলদোল নেই রাজ্য সরকারের। এদিকে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে আচমকা যুব কংগ্রেসের বিক্ষোভ মিছিল ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে শাসক বিজেপি। পুলিশি পহড়ার মধ্যে যুব কংগ্রেস কর্মীরা মুখ্যমন্ত্রীর বাসভবনের এত কাছে কিভাবে চলে এলো, এতে পুলিশ অফিসারদের কার কার গাফিলতি রয়েছে নাকি বিক্ষোভের জন্য যুব কংগ্রেসকে ইচ্ছেকৃতভাবে সুযোগ করে দিয়েছে কিছু পুলিশ অফিসার তা আবিলম্বে তদন্ত করার জন্য আরক্ষা দপ্তরের ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে বিজেপি।