Feature Newsfleshঅন্যান্যত্রিপুরা

মুখ্যমন্ত্রী ক্যান্সার সনাক্তকরন অভিযান

ত্রিপুরা, ৩০ সেপ্টেম্বর : মুখগহ্বর, স্তন এবং জরায়ুর ক্যান্সারের পাশাপাশি বিভিন্ন অসংক্রামক রোগে আক্রান্ত মানুষের মৃত্যুর হার কমাতে এবং রাজের জনগণকে এবিষয়ে সচেতন করতে পালিত হবে মুখ্যমন্ত্রী ক্যান্সার ও অসংক্রামক ব্যাধি সনাক্তকরণ ও লোকসচেতনতা অভিযান। আগামী ১৫ অক্টোবর থেকে শুরু করে ১৪ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত রাজ্যজুড়ে চার মাস ব্যাপী চলবে এই বিশেষ অভিযান।

আগামী ৩০ সেপ্টেম্বর আগরতলা রবীন্দ্র ভবনে মুখ্যমন্ত্রী ক্যান্সার ও অসংক্রামক ব্যাধি সনাক্তকরণ ও লোকসচেতনা অভিযান কর্মসূচির অনুষ্ঠানিক উদবোধন হবে। এর শুভ উদবোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা।

ক্যান্সার বা কর্কট রোগ এর নাম শোনামাত্রই জনমনে একটা আতঙ্কের সৃষ্টি হয়। সারা দেশের পাশাপাশি রাজ্যের মানুষের মধ্যেও ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক ভাবে বেড়ে চলছে। এছাড়া অন্যান্য অসংক্রামক ব্যাধির মধ্যে উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, স্ট্রোক, হাঁপানি এসব রোগে জর্জরিত রোগীর সংখ্যাও উত্তরোত্তর বেড়েই চলছে। কিন্তু প্রাথমিক অবস্থায় সনাক্তকরণের মাধ্যমে এই ধরণের ব্যাধিগুলিকে যে অনেকাংশে প্রতিরোধ করা যায় এই ধারণার যথেষ্ট অভাব রয়েছে জনসাধারণের মধ্যে এই কথাটিকে মাথায় রেখে এবারে রাজ্যজুড়ে পালিত হতে চলেছে মুখ্যমন্ত্রী ক্যান্সার ও অসংক্রামক ব্যাধি সনাক্তকরণ ও লোক সচেতনতা অভিযান (মুকাবেলা।)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *