মুখ্যমন্ত্রী দিলেন ভূমি পূজা নির্মাণ শুরু ডিজি ভবনের
ত্রিপুরা, ৯ জানুয়ারি : বাস্তুশাস্ত্রের আনুষ্ঠানিকতা মেনে ভূমি পূজার মাধ্যমে শুরু হলো রাজ্য পুলিশের মহা নির্দেশক কার্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ। আগরতলা সচিবালয় সংলগ্ন এলাকাতেই গড়ে উঠবে অত্যাধুনিক ব্যবস্থাপনা সম্পন্ন এই নতুন বহুতল পাকা ভবন। এদিনের এই ভূমি পূজায় অংশ নিলেন রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিশের মহা নির্দেশক সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। রাজ্য আরক্ষা প্রশাসনের কাজে গতি আনতে এবার সচিবালয় সংলগ্ন এলাকাতে গড়ে উঠতে চলেছে অত্যাধুনিক ব্যবস্থাপনা সম্পন্ন রাজ্য পুলিশের মহা নির্দেশকের নতুন কার্যালয়। প্রায় এক একর জমিতে কয়েক কোটি টাকা ব্যয়ে তৈরি করা হবে সরকারি এই নতুন ভবনটি। এতে করে একই ছাদের তলায় স্বরাষ্ট্র দপ্তরের যাবতীয় কাজ করা সম্ভব হবে। রবিবার ভূমি পূজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে..