Feature NewsNewsবিশ্বভারত

মূল্যবৃদ্ধি: জি-২০ মঞ্চে সরব নির্মলা

ত্রিপুরা, ৩ নভেম্বর : আগামী বছর কড়া মূল্যবৃদ্ধির কবলে পড়তে চলেছে গোটা বিশ্ব। ভারত যার প্রভাব থেকে মুক্ত নয়। এখন থেকেই তার মোকাবিলার জন্য কোমর বাঁধতে হবে আন্তর্জাতিক কর্তাদের। আজ জি-২০ গোষ্ঠী দেশগুলির প্রতিনিধিত্বমূলক একটি আলোচনাসভায় এ ভাবেই সতর্ক করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং নীতি আয়োগের প্রাক্তন কর্তা তথা জি-২০ শেরপা অমিতাভ কাহ।

তাঁদের বক্তব্য, এমন একটি সময়ে ভারত জি ২০-র প্রেসিডেন্টের দায়িত্ব পেতে চলেছে (১ ডিসেম্বর থেকে এক বছর) যখন গোটা বিশ্ব বিভিন্ন কঠিন চ্যালেঞ্জের মুখে।

কান্থের কথায়, “শুধু শুকনো বিবৃতি নয়, জি-২০-র কর্তাদের মানবিক ভূমিকা নিয়ে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে।” পাশাপাশি নির্মলা মনে করেন, “ভারত জি ২০-র দায়িত্ব নিতে চলেছে এক উথালপাথাল সময়ে। কিন্তু অন্য দেশগুলির তুলনায় সম্ভবত ভারত কিছুটা স্বস্তিজনক জায়গায় থাকবে। অমিতাভ কাস্থ তাঁর বক্তৃতায় আজ বলেন, “ভারত এমন একটা সময়ে জি ২০-র দায়িত্ব নিতে চলেছে যখন গোটা বিশ্ব বহুখণ্ডিত..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *