মেকমাইট্রিপ-গোআইবিবো, ওয়ো সংস্থার উপর ৩৯২ কোটির জরিমানা
ত্রিপুরা, ২১ অক্টোবর : অনলাইন ট্রাভেল ফার্ম মেকমাইট্টি প, গোআইবিবো এবং হোটেল পরিষেবা প্রদানকারী সংস্থা ওয়োর উপর ৩৯২ কোটি টাকার জরিমানা ধার করল কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া। অনৈতিক ব্যবসায়িক কার্যক্রমের জেরে এই মোটা অঙ্কের জরিমানা চাপানো হয়েছে এই নামকরা সংস্থাগুলির উপর।
১৩১ পাতার নির্দেশে সিসিআই জানিয়েছে, মেকমাইট্রিপ ও গোআইবিবোর বিরুদ্ধে ২২৩.৪৮ কোটি টাকার জরিমানা ধার্য করা হয়েছে।
ওয়োর বিরুদ্ধে ১৬৮.৮৮ কোটি টাকার জরিমানা ধার্য করা হয়েছে। অভিযোগ করা হয়েছিল, যে মেকমাইট্রিপ ও গোআইবিবো নিজেদের হোটেল পার্টনারদের সঙ্গে চুক্তিতে ‘প্রাইস প্যারিটি’ আরোপ করে। এই ধরনের চুক্তির জেরে হোটেল পার্টনাররা অন্য কোনও প্ল্যাটফর্মে বা নিজস্ব..