Feature Newsfleshভারতরাজনীতি

মেঘালয়ে প্রচার শুরু করলেন মমতা

ত্রিপুরা, ১৫ ডিসেম্বর : তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মেঘালয়ে দলের নির্বাচনী প্রচার শুরু করে দিলেন। প্রসঙ্গত আগামী বছরের শুরু দিকে মেঘালয়ে নির্বাচন হতে চলেছে। তৃণমূল রাজ্যের ৬০ টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তবে এব্যাপারে চূড়ান্ত কৌশল এখনও ঘোষণা করা হয়নি। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মেঘালয়ের উমরোই বিমানবন্দরে পৌঁছলে তাঁকে সেখানে স্বাগত জানান দলের নেতা-কর্মী-সমর্থকরা।

তৃণমূল সুপ্রিমো প্রথমবার মেঘালয় সফর করলেও, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এনিয়ে তৃতীয়বার রাজ্য সফর করছেন।

এদিন তিনি শিলংয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ইউ সোসো থাম অডিটোরিয়ামে জেলা, ব্লক, মহিলা, ছাত্র, যুব সংগঠনের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবার সন্ধেয় তিনি অনাথ আশ্রমের শিশু, খাসি জয়ন্তিয়া পাহাড়ের উপজাতি প্রধান, সুশীল সমাজের সদস্য এবং শিলং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে প্রাক-ক্রিসমাস উদযাপনে যোগ দেবেন। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেঘালয় সফরে খুশি রাজ্যের বিরোধী দলনেতা মুকুল সাংমা। রাজ্যের বিভিন্ন অংশের দলীয় নেতা-কর্মীরা দলের চেয়ারপার্সনের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছে বলেও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *