‘মেড ইন ইন্ডিয়া’ সুইডেনের ফার্ম ভারতের মাটিতে তৈরি করবে অস্ত্র !
ত্রিপুরা, ১ অক্টোবর : ১৯৭৬ সাল থেকে এই কাল গুস্তাফ ওয়েপন সিস্টেম ভারতের বাহিনীর মধ্যে চালু রয়েছে। সাবের প্রধান গর্জেন জোহানসন জানিয়েছেন, সাবের সঙ্গে ভারতের সশস্ত্র বাহিনীর দীর্ঘদিন ধরেই যোগাযোগ রয়েছে। সেক্ষেত্রে খুব স্বাভাবিক প্রক্রিয়াতেই এখানে একটি প্রস্তুতকারক ইউনিট খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত চাইছে একেবারে বিশ্বমানের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে। ভারতের মেক ইন ইন্ডিয়া পলিসির আওতায় এবার সুইডিশ প্রতিরক্ষা ফার্ম “সাব” ভারতের মাটিতে অস্ত্র তৈরির ইউনিট খুলতে আগ্রহী। কার্ল গুস্তাফ এম ৪ শোল্ডার লাঞ্চডওয়েপন সিস্টেম তৈরি করতে চাইছে তারা। তবে এটাই সুইডেনের বাইরে প্রথম অস্ত্র প্রস্তুতকারক ইউনিট। সাব চাইছে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগের মাধ্যমে ভারতের মাটিতে অস্ত্র প্রস্তুতকারক সংস্থা তৈরি করতে। যদি এটা শেষপর্যন্ত ফলপ্রসূ না হয় তবে ভারতীয় কোনও অংশীদারের খোঁজ করা হবে।
তবে ভারত প্রতিরক্ষার কিছুক্ষেত্রে ১০০ শতাংশ এফডিআইয়ের অনুমতি দিচ্ছে।
মনে করা হচ্ছে মোটামুটি ২০২৪ সালে এই নতুন ব্যবস্থা ভারতে চালু হতে পারে। কোম্পানির তরফে জানা গিয়েছে, সাব এফএফ বি ইন্ডিয়া নামে ওই সংস্থা ভারতে একেবারে অত্যাধুনিক রকেট লঞ্চার তৈরি করবে। ভারতের সশস্ত্র বাহিনীর পাশাপাশি গোটা বিশ্বের বিভিন্ন দেশের জন্যও এখানে অস্ত্র তৈরি হতে পারে।