মেবার কে দিয়েই আইপিএফটির ঘর ভাঙ্গতে চাইছে তিপরামথা
ত্রিপুরা, ১২ অক্টোবর : বিগত বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের পাহাড়ে একাধিপত্য বিস্তার করেছিলো আইপিএফটি।তুইপ্রাল্যাণ্ড আওয়াজ তুলে টানা জাতীয় সড়ক অবরোধ থেকে শুরু করে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচি তদনিন্তন বাম সরকারকে ব্যতিব্যস্ত করে তুলেছিলো। ফলস্বরূপ, আঠারোতে বিজেপির সাথে জোটে গিয়ে এরা বিশাল সাফল্যও পায়।কিন্তু শাসকের আসনে বসার পড়েই ঘুণ ধরে আইপিএফটির সংগঠনে। শুধু তাই নয়, বড় শরিকের সাথেও সংসার মধুর হয়ে ওঠেনি।তার উপর, নিজেদের তোর অন্দরেও দেখা দেয় বিশৃঙ্খলা ।
এনসি ও মেবার দুই শিবিরে বিভক্ত হয় দল।
এই অবস্থায় সামনের নির্বাচনে আর আগের মতো দর কষাকষিতে যাবার মতোও অবস্থানে আইপিএফটি নেই। বিজেপি আগামী নির্বাচনে আইপিএফটিকে আদৌ জোটে রাখবে কিনা তা নিয়েও খোদ দলের অনেকেই সন্দিহান। এই অবস্থায় দলের খোদ বিধায়কদের অনেকে সহ দলের নেতৃত্ব ও কর্মীরাও দ্বিধাগ্রস্ত বলে খবর। তি পরামথা সূত্রের খবর, আইপিএফটির অনেকের সাথে রাজবাড়ীর যোগাযোগ শুরু হয়েছে। প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মেবার কুমার জমাতিয়ার সাথে দলের সমস্যা শুরু হতেই তিনি নিজের স্ত্রী সহ অনুগতদের তিপরামথা শিবিরে..
সূত্র : আজকের ফরিয়াদ