মেলবোর্নে পাক বধে বিরাট
ত্রিপুরা, ২৪ অক্টোবর : প্রায় অসম্ভভকে সম্ভব করলেন বিরাট কোহেলিরা। দীপাবলির আগে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আলোকরসনায় ঝলমল করে উঠলো ভারতের জাতীয় পতাকা। গত বিশ্বকাপে প্রথম ম্যাচেই বিদায়ের প্রতিশোধ যেন নেওয়া হল এদিন। আসমুদ্র হিমাচল উত্তেজনায় কাঁপছিল। টি-২০০ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দি পাকিস্তানের বিরুদ্ধেত জয় হাসিল করতে শেষ তিন ওভারে ভারতের প্রয়োজন ছিল ৪৮ রানের। সবার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অতিক্রম ছিল। পিন পড়লেও শব্দ শোনা যাচ্ছিল।
কিন্তু পাকিস্তানের সেরা বলার সৈয়দ আফ্রিদিকে পর পর দুটি বিশাল ছয় মেরে পাকিস্তানের হৃদকম্প এনে দিয়েছিল ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহেলি।
সঙ্গী ছিল বহু যুদ্ধের সারথি হার্দিক পান্ডিয়া। ৩১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতকে রোমহর্ষক জয় এনে দিলেন বিরাট এবং রবিচন্দন অশ্বিন। ভারতের জয় এল ছয় উইকেটে। ম্যাচের সেরা বিরাট কোহেলি ৫৩ বলে দুরন্ত ৮২ রান করে অপরাজিত রয়ে গেলেন। সঙ্গে ছিলেন অশ্বিন। এই ইনিংসকে আবেগতাড়িত কোহেলি নিজেই সবার আগেই রেখেছেন। কার্যত প্রাক্ বাহিনীকে একা হাতেই এদিন পরাজিত করলেন। যেসব শট এদিন তিনি..