মেলাঘরে গাড়ি থামিয়ে টাকা ছিনতাইয়ে চাঞ্চল্য
ত্রিপুরা, ৩ নভেম্বর : রাস্তা আটকে গাড়ির ড্রাইভার থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল এক যুবক এবং তার সাথে থাকা সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। ঘটনা মেলাঘর ইন্দিরা নগরে। মেলাঘর বটতলীর বিকাশ দাস গতকাল বিকালে তার গাড়িটি নিয়ে মেলাঘর মোটরস্ট্যান্ড থেকে নিজ বাড়ি বটতলী যাওয়ার পথে মেলাঘর টু সোনামুড়া রাস্তায় ইন্দিরানগর পুরাতন পঞ্চায়েতের সামনে মেলাঘর কলোনির অর্জুন দাসের ছেলে রাজু দাস ওরফে শানু এবং তার সাথে থাকা তার সাঙ্গ পাঙ্গরা বিকাশ দাসের গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়।
তখন গাড়ির ড্রাইভার বিকাশ তাদেরকে বলে গাড়ি কেন আটকিয়েছে।
তখন রাজু ওরফে শানু বলে এ রাস্তা দিয়ে চলতে গেলে তাদেরকে ২০০০ টাকা দিতে হবে। অত্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় ছিল রাজু এবং তার সাঙ্গ পাঙ্গরা। এনিয়ে শেষ পর্যন্ত রাজু গাড়ির ড্রাইভার বিকাশকে আক্রমণ করে। বিকাশ এই ঘটনা মেলাঘর..