যান দুর্ঘটনার আঁতুড়ঘরে পরিণত রাজধানী সহ গোটা রাজ্য
ত্রিপুরা, ১৫ অক্টোবর : রাজ্যে যান নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা রোধে ট্রাফিক দপ্তরের বিশেষ কোনো ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না। সরকারি তথ্য অনুযায়ী প্রতি মাসে ঘরে ১৬ জন লোক যান দুর্ঘটনার ফলে মারা যাচ্ছে। এক্ষেত্রে আহতের সংখ্যা প্রচুর। সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাচ্ছেন বহু লোক।
দেখা গেছে সাম্প্রতিককালে অর্থাৎ পুজোর দিনগুলিতেও অস্বাভাবিক যান দুর্ঘটনা ঘটেছে।
তাতে হতাহত হয়েছে প্রচুর। এই সময়কালে ট্রাফিক অফিসারদের নজর বিশেষ করে রাজধানীতে থাকলেও জাতীয় সড়ক কিন্তু রক্তাক্ত হয়েছে অসংখ্য যান দুর্ঘটনায়। আবাল বৃদ্ধ বনিতা কেউ দুর্ঘটনার হাত থেকে রেহাই পাচ্ছে না। স্বাভাবিক কারণে এতে উদ্বিগ্ন সংশ্লিষ্ট মহল, কেননা রাজ্য পুলিশের অন্যতম এই গুরুত্বপূর্ণ ট্রাফিক বিভাগটি কেন এত নির্লিপ্ত ভূমিকা..