রাজধানীতে আটক ফেন্সিডিল
ত্রিপুরা, ১ ডিসেম্বর : সোমবার সন্ধ্যায় রাজধানীর টাউন হল সংলগ্ন এলাকায় একটি বোলেরো গাড়ি থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করলো পূর্ব থানার পুলিশ। পূর্ব থানার সদর এসডিপিও অজয় কুমার দাস জানান, উপ রাষ্ট্রপতি আগমনি প্রস্তুতিতে এমনিতে শহরে হাই অ্যালার্টের মাঝে চলছে বিট পেট্রোলিং সহ চেকিং। গোপন খবরের ভিত্তিতে এ দিন স্থানীয় ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় বাইক পেট্রোলিংয়ে থাকা পূর্ব থানার পুলিশের নজরে পরে গাড়িটি। থামানোর চেষ্টা হলে পুলিশের বাইকে ধাক্কা মারতে উদ্যত হয়ে পালায় গাড়িটি।
পুলিশ ধাওয়া করে টাউন হলের পার্শ্ববর্তী রাস্তায় গিয়ে গাড়িটিকে আটকাতে সক্ষম হলেও গাড়ি ছেড়ে পালায় চালক সহ আরেক সন্দিগ্ধ।
ওই সন্ধ্যা এসডিপিও জানান, উদ্ধার হয়েছে কম বেশ ৩.৫০ লক্ষ বাজার মূল্যের আনুমানিক ৭৫০ বোতল ফেন্সিডিল। গাড়ি থেকে পালানো চালক এবং আরেক ব্যক্তির খোঁজে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। তবে গাড়ি আটকানো পুলিশের সামনে কীভাবে গাড়ি ছেড়ে পালালো দুই অভিযুক্ত ? এ ব্যাপারে স্মার্ট সিটির স্মার্ট পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা বাঞ্চনীয়।