রাজধানীতে দীপাবলির প্রস্তুতি
ত্রিপুরা, ২২ অক্টোবর : আলোর উৎসব দীপাবলীর প্রস্তুতি চলছে এখন চারিদিকে। মাঝে মাত্র দুই দিন বাকি। এরপরেই শারদীয়া উৎসবের রেশ কাটিয়ে দীপাবলির উৎসবে মেতে উঠবেন রাজ্যবাসী। রাজ্যের বিভিন্ন প্রান্তে সেদিন পূজিত হবেন শ্যামা মা। আর এই শ্যামা পূজা উপলক্ষে পাড়ায় পাড়ায়, অলিগলি, ক্লাবে ক্লাবে চলছে এখন চূড়ান্ত ব্যস্ততা। রাজধানী আগরতলা কুঞ্জবন ৭৯ এলাকার মেমোরিয়াল ক্লাবে দীপাবলীর মূল আকর্ষণ ৩০ ফুট উচ্চতার শ্যামা মায়ের মূর্তি। শুধু তাই নয়, আলোর উৎসবের দিনগুলিতে ক্লাব প্রাঙ্গণে রয়েছে আনন্দমেলা। শনিবার সন্ধ্যায় ক্লাবের পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিথি অনুযায়ী আগামী সোমবার আলোর উৎসব দীপাবলি। গেল দুই বছর করোনার কারণে দীপাবলি উৎসবও অনেকটা ম্লান হয়ে পড়ে। এবারের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তাই শারদীয়া উৎসবের মতো আলোর উৎসবেও মেতে ওঠার প্রতীক্ষায় এখন যেন রাজ্যবাসী।
রাজ্যের বিভিন্ন প্রান্তেই সেদিন উৎসবের আমেজে পূজিত হবেন শ্যামা মা।
গ্রাম থেকে শহর প্রতিটি এলাকায় পাড়ায় পাড়ায়, অলিগলি থেকে শুরু করে বিভিন্ন ক্লাবে এবারও আয়োজন করা হয় শ্যামা মায়ের আরাধনা। আর তারই প্রস্তুতি চলছে এখন জোর কদমে। বহু ক্লাব কিংবা সংস্থা দীপাবলি উৎসব উপলক্ষে আয়োজন করে নানা কর্মসূচি। কোথাও কোথাও আবার সুবিশাল প্যান্ডেল থেকে শুরু করে প্রতিমা নির্মাণের কাজ চলছে। এমনটাই দেখা গেল রাজধানীর আগরতলার কুঞ্জবন ৭৯ টিলা এলাকায়। স্থানীয় মেমোরিয়াল ক্লাবের কর্মকর্তারা দর্শনার্থীদের মন জয় করার জন্য এবছর তাদের ৫৭ তম দীপাবলি উৎসবে তৈরি করছে সুবিশাল কালী প্রতিমা । যার উচ্চতা ৩০ ফুট। শুধু তাই নয়, দীপাবলি উৎসবের কয়েকটি দিন উৎসব প্রেমীদের আনন্দ দিতে ক্লাব প্রাঙ্গনে আয়োজন করা হয় আনন্দমেলার। আগামীকাল শনিবার সন্ধ্যায় ক্লাবের পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন । উদ্বোধন করবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এই অনুষ্ঠানে ক্লাবের তরফে এলাকার দুঃস্থ নাগরিকদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে। শুক্রবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন ক্লাব কর্মকর্তারা।