Feature NewsNewsএই মুহূর্তেত্রিপুরা

রাজধানীতে ভেঙে পড়েছে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা

ত্রিপুরা, ২১ অক্টোবর : কিছুদিন পরপর ভেঙ্গে পড়ছে রাজধানীর ইলেকট্রনিক্স ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। কোথাও কেবলমাত্র জ্বলছে স্টপ লাইট। কোথাও গ্রীণ লাইট। কোথাও বা অপ্রয়োজনে সিগন্যাল শেষের পরেও টাইমিং উঠতে শুরু করেছে ইলেকট্রনিক্স লাইটগুলিতে। যার কারণে প্রতি মুহূর্তে বিভ্রান্তির মধ্যে পড়তে হচ্ছে যান চালকদের। দেখা গেছে, রাজধানীর প্যারাডাইস চৌমুহনি এলাকার যে ইলেকট্রনিক্স সিগন্যালটি রয়েছে সেখানে বটতলা থেকে কামান চৌমুহনি যাওয়ার দিকে নিয়মিত ভাবে কখনো জ্বলে থাকছে সবুজ লাইট।

সেখানে নেই কোনো ধরনের টাইমার।

মিনিটের পর মিনিট এই গ্রীন লাইট জ্বলেই থাকে। ফলে শুধু একদিকের যান চালকরাই যাতায়াত করতে সক্ষম হয়। অপরদিকে আইজিএম চৌমুহনি থেকে বটতলাগামী কিংবা গাঙ্গাইল রোডের যাতায়াতকারী গাড়িগুলিকে লাল লাইটের গ্যাড়াকলে পড়ে আটকে থাকতে হচ্ছে। কিন্তু..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *