রাজধানীর জগন্নাথ বাড়িতে অন্নকূট
ত্রিপুরা, ২৮ অক্টোবর : বুধবার সাড়ম্বরে পালিত হচ্ছে অন্নকুট। হিন্দু শাস্ত্র মোতাবেক কার্তিকের নিয়মে মাস পালনের মাধ্যমে ভগবান মাধবের উদ্দেশ্যে অন্ন ভোগ নিবেদন করাই হল আকূটের মূল মাহাত। হিন্দু সমাজে যুগ যুগ ধরে চলে আসছে রা ধারাবাহিকতা। রাজধানীর জল্লায় বাড়িতে দেখা গেল সেই অ্যাকুট উৎসবের বিপুল সমারোহ। প্রতিবছর দীপাবলির পর শুক্লপক্ষে কার্তিক মাসে নরম না কাকত প্রতিপালনের মধ্য দিয়ে অন্নকূট পালন হয়ে আসছে হিন্দু সমাজে। নাতি দীর্ঘকাল ধরেই সমাজে নিজস্ব নিয়নে করে আসছে এই ধারা।
যদিও অতীতে প্রায় প্রতি ঘরে ঘরে সাড়ম্বরে পালন করা হত এই চিরাচরিত রীতি।
কিন্তু কালের বিবর্তনে এখন তার বছর প্রায় বহুগুণ হ্রাস পেয়েছে। তবে এখনো কিছু বনেদী পরিবারে এই রীতি ধরে রাখার একটা প্রবনতা লক্ষ্য করা যায়। বুধবার তিথি অনুযায়ী হিন্দু সমাজে পালিত হচ্ছে সেই অ্যাকুট উৎসব। রাজধানী আগরতলার মান বাড়ীতে দেখা গেল মহা সমারোহে পালিত হচ্ছে অন্নকূট উৎসব। ভক্তদের বিপুল সংখ্যার উপস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণ হরিমাধবের নিকট প্রবারন ভোগ নিবেদন পর্ব অনুষ্ঠিত হয়। ভোগ নিবেদনের পর তা প্রমান হিসাবে ভক্তদের মাঝে বিতরণ করা হয়। এই আকূট উৎসবে যোগ নিতে ভক্তদের ভীত ছিল চোখে পড়ার মত। ভোগ নিবেদনের পর ধামসা, মানলের বাদ্যিতে হরিনাম কীর্তনে মেতে উঠেন সমবেত শুরুকূল। সেই অ্যাকুটের মাহাত নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলেন শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের মহারাজ। তিনি মেলে ধরেন, হিন্দু সমাজে আদি অনন্তকাল ধরে বয়ে চলা এই আফুট হারে নানা কথা। আট মাতোয়ারা ছিল ভক্তরা।