রাজধানীর প্রানকেন্দ্র থেকে আটক কুখ্যাত বাইক চোর ও ছিনতাইবাজ
ত্রিপুরা, ৮ অক্টোবর : রাজধানীর চিত্তরঞ্জন রোড এলাকা থেকে চুরি যাওয়া একটি বাইক উদ্ধার করেছে পূর্ব থানার পুলিশ। এই অভিযানের নেতৃত্বে ছিলেন পূর্ব থানার ওসি রানা চট্টোপাধ্যায়। শ্রী চট্টোপাধ্যায় জানিয়েছেন এই অভিযুক্তের নাম জহির উদ্দিন।
বাড়ি চুরাই বাড়ি এলাকায় বাইক চুরির বড়সড়ো একটা গ্যাং-এর সঙ্গে তার যোগাযোগ রয়েছে।
পাশাপাশি রাজধানীর প্রাণকেন্দ্রে সংঘটিত বিভিন্ন ছিনতাই-এর সঙ্গেও এই অভিযুক্ত জড়িত রয়েছে বলে দাবি পুলিশের। তদন্তকারী পুলিশ সূত্রে জানা গেছে নাম্বারবিহীন বাইক দিয়ে সে ছিনতাইকার এবং বাইক চুরির বিভিন্ন ঘটনাবলী সংঘটিত করত। তদন্তকারী পুলিশ সূত্রে জানানো হয়েছে যে এই অভিযুক্ত এবং তার সহযোগীরা আগরতলা শহর সহ পার্শবর্তী অঞ্চলে নিজেদের নাম গোপন রেখে বাড়ি ভাড়া করে একের পর এক অপরাধ সংগঠিত করত। একই সঙ্গে তারা চুরি এবং ছিনতাই করত। তদন্তকারী পুলিশের ধারণা তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে এবং প্রচুর চুরি যাওয়া বাইক পুলিশের হাতের নাগালে আসতে পারে।
সূত্র : আজকের ফরিয়াদ