রাজনীতিকে পেশা নয়, নেশা হিসেবে গ্রহণ করতে হবে : মুখ্যমন্ত্রী
ত্রিপুরা, ২৭ মে : রাজনীতিকে পেশা নয়, নেশা হিসেবে গ্রহন করতে হবে।কারণ নেশার সাথে হৃদয় এবং মস্তিষ্কের | সংমিশ্রণ ঘটে। এই সংমিশ্রণের ফলে যে কোনো রাজনৈতিক দল সামনের দিকে এগিয়ে যাবে। আজ ৮ বড়দোয়ালী মন্ডলের কার্যকারিণী বৈঠকে এমটাই পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা। এদিন তিনি বলেন, এবারের কার্যকারিণী বৈঠকের বিশেষ তাৎপর্য রয়েছে। আগামী ৩০ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৯ বছর কার্যকাল সম্পন্ন হবে। এই লক্ষ্যে আগামী একমাস ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি সরকার। তাঁর দাবি, প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই ৯ বছরে তিনি সাধারণ মানুষের জন্য যে সমস্ত কাজ করেছেন তার তথ্য রাজ্যের ঘরে ঘরে তুলে ধরবেন বিজেপির কার্যকর্তারা। তাতে সাধারণ মানুষের সমর্থন আদায় করা যাবে। এদিন তিনি বলেন, ত্রয়োদশ বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদী ত্রিপুরায় বিজেপিকে পুনরায় প্রতিষ্ঠিত করতে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাই ত্রিপুরার দুটি লোকসভা আসনে জয় লাভ করে নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।