Feature NewsNewsভারতরাজনীতি

রাজীব গান্ধী হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ছয়জনকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

ত্রিপুরা, ১২ নভেম্বর : সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে মুক্তি পাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যার অপরাধীরা। ওই মামলায় সাজাপ্রাপ্ত ছ’জনকে শুক্রবার মুক্তির নির্দেশ দিয়েছে। এই তালিকায় রয়েছেন, নলিনী শ্রীহরণ, রবিচন্দ্রন, শাহুন, মুরুগান, রবার্ট পায়াস এবং জয়কুমার । ওই মামলার আর এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পেরারিভালনকে চলতি বছরের মে মাসে মুক্তি দিয়েছিল সুপ্রিম কোর্ট।

নলিনী-সহ অন্য দোষীরাও রাজীব হত্যা মামলায় যাবজ্জীবন জেলের সাজাপ্রাপ্ত।

তাঁরা ২৩ বছর বা তারও বেশি সময় ধরে জেলবন্দি রয়েছেন। মুক্তির রায় শোনার পরে নলিনী শুক্রবার বলেন, “আমি জঙ্গি নই।” প্রসঙ্গত, ১৯৯১-এর ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরমবদুরে একটি নির্বাচনী জনসভায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীবের মৃত্যু হয়েছিল। পরে জানা যায়, শ্রীলঙ্কার বিদ্রোহী তামিল গোষ্ঠী এলটিটিই-র ধানু নামে এক মহিলা আত্মঘাতী জঙ্গি নিজেকে বোমার সঙ্গে উড়িয়ে দিয়েছিলেন। ঘটনায় সাত জনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় আদালত। প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন যায়। সেই বিষয়ে সিদ্ধান্ত হতে দেরি হওয়ায় ২০১৪-য় সুপ্রিম কোর্টে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে বদলে যায়। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর খুনিদের মুক্তি দেওয়ার সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে ‘ভুল’ এবং সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য’বলে অভিহিত..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *