Feature NewsNewsত্রিপুরারাজনীতি

রাজ্যজুড়ে জারী হল ১৪৪ ধারা

ত্রিপুরা, ১৪ ফেব্রুয়ারি : শান্তিপূর্ণ পরিবেশে বিধানসভা নির্বাচন সম্পন্ন করা নির্বাচন কমিশনের অন্যতম লক্ষ্য। রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য নিযুক্ত সব অবজারভারদের নিয়ে আজ নির্বাচন কমিশন বৈঠক করেছে। বর্তমানে রাজ্যে নির্বাচনের জন্য ৪০০ কোম্পানী প্যারামিলিটারি ফোর্স এবং প্রায় ২০ হাজার টিএসআর ও ত্রিপুরা পুলিশ রয়েছে। আজ রাত্র ১০টা থেকেই সারা রাজ্যে ১৪৪ ধারায় সাধারণ মানুষের চলাচলে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিধিনিষেধ রাত্র ১০টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। আজ পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের অফিসের কনফারেন্স হলে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে একথা জানান। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধনও সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন। মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, আগামীকাল বিকাল চারটায় সারা রাজ্যে সরব প্রচার শেষ হচ্ছে। আজ বিকাল থেকেই বাইক র‍্যালি করার অনুমতি দেওয়া হয়নি। আগামীকাল বিকাল চারটার পর সরব প্রচার শেষ হলেও প্রার্থী সর্বোচ্চ চারজনকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি ভিজিট করতে পারবেন। প্রার্থীর সঙ্গে যারা থাকবেন তাদের অবশ্যই ঐ কেন্দ্রের ভোটার হতে হবে। সিইও জানান, সারা রাজ্যে প্রায় ৫৬ হাজার ভোটকর্মী, নিরাপত্তা কর্মী, গাড়ির চালক, সহকারি ও ভোটের কাজে নিযুক্ত কর্মী পোষ্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছিলেন। প্রাথমিক হিসেবে প্রায় ৯৫ শতাংশ ভোটার পোষ্টাল ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সিইও জানান, পশ্চিমবঙ্গের বাবাসাহেব আম্বেদকর এডুকেশন্যাল ইউনিভারসিটি ত্রিপুরার ছাত্রছাত্রীদের জন্য তাদের পূর্ব ঘোষিত বিএড পরীক্ষা স্থগিত করে দিয়েছে। কর্ত’পক্ষ জানিয়েছে আগামী ১৯ ফেব্রুয়ারির পর তাদের পরীক্ষা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *