রাজ্যপালের বাড়িতে দক্ষিণী বাদ্য বাজিয়ে মন কাড়লেন মমতা ব্যানার্জী
ত্রিপুরা, ৪ নভেম্বর : দুর্গাপুজো হোক বা কালী পুজো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাক বাজানোর দৃশ্য এখন সকলেরই পরিচিত। পুজো-পার্বণে সুযোগ পেলেই কখনও ঢাক, কখনও কাঁসর, এমনকি একতারাও বাজাতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। এবার দক্ষিণী রাজ্যে গিয়েও চেনা ভূমিকাতেই ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের রাজ্যপাল গণেশনের বাড়ির অনুষ্ঠানে যোগ দিতেই তামিলনাড়ুতে গিয়েছেন মমতা বন্দ্যেপাধ্যায়।
এদিন সকালে অনুষ্ঠান বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী, তবে বাড়িতে ঢোকার মুখেই স্থানীয় শিল্পীরা বাজাচ্ছিলেন ঢাকের মতো বাদ্যি ছেন্দা’।
সেই বাদ্যি দেখেই দাঁড়িয়ে পড়লেন মুখ্যমন্ত্রী, শিল্পীদের সঙ্গেই তালে তাল মিলিয়ে ঢাকের মতোই বাজালেন দক্ষিণী বাদ্যি। এদিন সকাল ১০টা নাগাদ লা গণেশনের চেন্নাইয়ের বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী-সহ বাকি আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানাতেই বাড়ির ঠিক বাইরে আয়োজন করা হয়েছিল দক্ষিণ ভারতীয় বাজনার। কড়া নিরাপত্তা বেষ্টনীতে গাড়ি থেকে নেমেই মুখ্যমন্ত্রী এগিয়ে যান সেই..