Feature NewsfleshNewsত্রিপুরা

রাজ্যেও লোকসভার আসন বাড়ানোর দাবি জোড়ালো

ত্রিপুরা, ২ জুন : রাজ্যের দাবি যদি পূরণ হয় তাহলে অবশ্যই ত্রিপুরায় লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি পাবে! দুটি লোকসভা আসন বেড়ে হবে তিন। একটি লোকসভার আসন এসটি সংরক্ষিত, তৃতীয় লোকসভার আসন এসসি সংরক্ষিত হবে! এমন হিসাবও শুরু। কারণ নতুন সংসদ ভবনের উদ্বোধন পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদের আসনসংখ্যা বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। ত্রিপুরার বিজেপির সাংসদ থেকে কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী সবাই লোকসভা আসন সংখ্যা বাড়ানোর জোরালো দাবি করছেন। কারণ এনিয়ে আরও ইঙ্গিত মিললো কারণ বর্তমান সংসদ ভবনের আসন সংখ্যা অনেক বেশি করা হয়েছে সামনে লোকসভা ও রাজ্যসভায় আসন সংখ্যা বাড়বে তাকে মাথায় রেখেই। ত্রিপুরায় লোকসভার আসন সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছিল ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতিও। এ সংগঠনের অন্যতম প্রাণপুরুষ প্রয়াত অনিল সরকার রাজ্যের লোকসভা আসন একটি বাড়িয়ে এসসি সংরক্ষিত করার দাবিও জানিয়েছিলেন জীবদ্দশায়। তারপর এ সংগঠন এসসি সংরক্ষিত লোকসভা আসন বাড়ানোর দাবিও জানিয়েছে। কিছুদিন আগে তাদের সংগঠন নেতৃত্ব সুধন দাসসহ অন্যান্যরা লোকসভার আসন সংখ্যা বাড়ানোর পক্ষে জোরালো বক্তব্য রেখেছিলেন। জানা গেছে, শাসক শিবিরের কয়েকজন নেতৃত্ব..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *