রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণ স্বাভাবিক মুখ্যমন্ত্রী
ত্রিপুরা , ২৩ সেপ্টেম্বর : সমস্ত নির্বাচনই বিজেপির কাছে গুরুত্বপূর্ণ। আগামী বিধানসভা নির্বাচনের জন্য দল সম্পূর্ণ প্রস্তুত। ২০২৩ নির্বাচনে আরো অধিক আসন নিয়ে ক্ষমতায় আসবে দল। রাজ্য বিধানসভার লবিতে প্রথমবারের মতো রাজ্যসভার সাংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করে একথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।
রাজ্যসভার রাজ্যের একমাত্র আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ।
বিধানসভার লবিতে রাজ্য বিধানসভার সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে নির্বাচিত করেন তাদের সাংসদকে। এদিন সকাল ৯ টা থেকে শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। তাতে ভোটাধিকার প্রয়োগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা সহ বিধানসভার অধিকাংশ সদস্য। তবে এবারের এই বিধানসভা নির্বাচনে একটা ব্যতিক্রমী দিক হলো রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার ভোট দান। এই প্রথম তিনি বিধানসভার লবিতে দাঁড়িয়ে রাজ্যসভার সাংসদ নির্বাচনে ভোট দিলেন। এর আগের নির্বাচনে তিনি ছিলেন প্রার্থী। সেদিন বিধানসভার সদস্য না হওয়ার কারণে ভোট দিতে পারেননি তিনি। এরপরেও সংখ্যাগরিষ্ঠতার জুড়ে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। যদিও এই পথ বেশিদিন স্থায়ী হয়নি। দলের হাই কমান্ডের নির্দেশে মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করায় পরবর্তী সময়ে রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন ডা. মানিক সাহা । আর তার ইস্তফামূলেই এই উপনির্বাচন। এদিন দলীয় প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর পক্ষে নিজের ভোটাধিকার প্রয়োগ করে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, সমস্ত নির্বাচনই বিজেপির কাছে গুরুত্বপূর্ণ। আগামী বিধানসভার জন্য দল সম্পূর্ণ প্রস্তুত। ২০২৩ নির্বাচনে আরও অধিক আসন নিয়ে ক্ষমতায় আসবে দল। রাজ্যের আইন-শৃঙ্খলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এদিন তিনি বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য ইতিমধ্যেই পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।