রাজ্যের আর্থিক সমৃদ্ধিতে সহায়ক জি-২০ মুখ্যমন্ত্রী
ত্রিপুরা, ৪ এপ্রিল : জি-২০`র মঞ্চকে ব্যবহার করে পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চায় রাজ্য। দেশের প্রায় দুশোর বেশি জায়গায় জি -২০`র বিভিন্ন পর্যায়ের আলোচনা শেষে যে দিক নির্দেশিকা মিলবে, আর্থিক প্রগতির প্রশ্নে তাকে সম্পূর্ণরূপে কাজে লাগাবে ত্রিপুরা। রাজ্যে আয়োজিত জি -২০’র বিজ্ঞান সম্মেলনের আলোচ্য সবুজতর পৃথিবীর জন্য আগামীদিনে পরিচ্ছন্ন শক্তির উপর জোর দিয়েই কাজ করবে ত্রিপুরা। সোমবার জি-২০ বিজ্ঞান সম্মেলনকে ঘিরে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন এবং দেশ বিদেশের বিনিয়োগকারীদের সঙ্গে বিনিয়োগ সংক্রান্ত আলোচনা শেষে সাংবাদিকদের ডেকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের নির্যাস এমনটাই। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী সম্ভাবনার নতুন নতুন দিক উন্মোচিত হচ্ছে। বিদেশী এবং দেশীয় অনেকেই রাজ্যে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। শুধু আগ্রহ প্রকাশই নয়, এখুনি অনেকে সরকারের সঙ্গে মউ সাক্ষর করতে চান। এ প্রসঙ্গে তিনি জানান বেসরকারি মেডিকেল কলেজ স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে একটি সংস্থা। তারা বাইরে থেকে ফেকাল্টি এনে কলেজ পরিচালনা করবেন বলেছিলেন। যদিও মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা বাইরে থেকে পরিকাঠামো এনে নয়, বিনিয়োগকারীদের রাজ্যের ভেতরেই পরিকাঠামো গড়ে তুলতে হবে। যাতে করে..