রাজ্যের যুবক যুবতীদের কষ্টার্জিত টাকা লুটে পলাতক একাধিক ভুয়ো মাইক্রোফিনান্স সংস্থা
ত্রিপুরা, ২৩ ফেব্রুয়ারী : রাজ্য থেকে টাকা তুলছে একাধিক অবৈধ মাইক্রোফিনান্স কোম্পানি। বিভিন্ন জরুরি পণ্য খরিদ করার নামে, কিংবা চেইন লেভেল বিজনেসের নামে এরা দিনের পর দিন ব্যবসা চালাচ্ছে। এদের বৈধ কোন কাগজপত্র নেই। ট্রেড লাইসেন্সসহ অন্যান্য গুরুত্বপূর্ণ লাইসেন্স ইত্যাদিও নেই। অনলাইনে এদের ব্যবসার ভূয়া পোর্টাল কিংবা ওয়েবসাইট। মূলত নতুন নতুন স্টাইলে ওয়েব পেট্রোল তৈরি করে সেখানে যুবক যুবতীদের আকর্ষণ করানো হচ্ছে। মোটা অংকের মাইনে প্রতি মাসে পাইয়ে দেওয়ার গ্যারান্টি দেওয়া হচ্ছে ব্যবসার ওয়েব পোর্টাল গুলিতে। বিশেষ করে মধ্যবিত্ত ও গরিব পরিবারগুলিকে টার্গেট করে মাইক্রোফিন্যান্স কোম্পানিগুলি লুট চালিয়েছে। খুব কম সময়ে অল্প পুঁজি লগ্নি করার মাধ্যমে মোটা অংকের সুদ এবং লাভ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে এ রাজ্যে পাড়ায় পাড়ায় আনাচে-কানাচে ঘাঁটি গেড়ে বসেছে এইসব ভুয়া কোম্পানিগুলির সাগরেদরা। গত কয়েক মাসে ভুয়া মাইক্রোফিন্যান্স সংক্রান্ত বেশ কয়েকটি মামলা আদালতের দরজায় পর্যন্ত..