রাজ্যের ৫ যুবক প্রতারিত, হাফিজ ১৯ লক্ষ
ত্রিপুরা, ২৪ এপ্রিল : চাকরির প্রলোভন দেখিয়ে রাজ্য থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা! প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে চলেছে। এবার সুদুর কানাডার মাসে সাড়ে তিন লাখ টাকার চাকরির প্রলোভন দেখিয়ে পাঁচজন যুবকের কাছ থেকে ১৯ লক্ষ টাকা রীতিমতো লুট করে নিল চণ্ডিগড়ের এক প্রতারক। ঘটনার পর থেকে একেবারেই নিঃস্ব পাঁচ যুবক অভিযোগ চন্ডিগড়ের গ্লোবাল ইমিগ্রেশন সার্ভিসেস নামক একটি কোম্পানির কর্ণধার গুরুজিৎ সিংহের বিরুদ্ধে। সমাজিক মাধ্যমে ওই কোম্পানিটি খুলে ক্রমাগতভাবে যুবক যুবতীদের সঙ্গে প্রতারণা করছে এই অভিযুক্ত, এমনটাই অভিযোগ। ঘটনাটি পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই পশ্চিম জেলা ও দায়রা আদালতে অভিযোগ দাখিল করেছে ক্ষতিগ্রস্ত যুবকরা। যুবকরা হলেন চন্দন দাস অন্তর দাস সান্ত দাস, রতন পাস, পরিমল দাস। এদের মধ্যে দুইজন পাড়ায় পাড়ায় ফিরি করে মাছ বেঁচেন। একজন দোকানে থাকেন..