রাজ্যে আউটসোর্সিং চাকরির জন্য ৫ লক্ষ টাকা ঘুষ
ত্রিপুরা , ২০ সেপ্টেম্বর : রাজ্যে নরসিংগড়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকা মতো তৈরি করা হাফওয়ে হোমের আউটসোর্সিং নিয়োগ নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে । অবিলম্বে হোমের নিয়োগ প্রক্রিয়া নিয়ে তদন্তের দাবি উঠেছে । উল্লেখ্য হোমের উদ্ভোধনের পর ইতিমধ্যে ১০ দিন কেটে গেলেও কর্মচারীর অভাবে রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর হোমের পরিষেবা এখনো চালু করতে পারেনি । কর্মচারী সরবরাহের জন্য বরাত পায় বহিরাজ্যের একটি সংস্থা । সূত্রের খবর এখন বিভিন্ন পদে ৫ লক্ষ টাকা করে ঘুষের অভিযোগ উঠছে । স্থায়ি নিয়োগ না করে কেন আউটসোর্সিং তাই এখন প্রশ্ন ।
সুত্র : ডেইলি দেশের কথা
Download App : https://play.google.com/store/apps/details?id=com.insyssky.app.tripuranewsofficial