রাজ্যে এলেন প্রভারী ডক্টর মহেশ শর্মা ও সম্বিত পাত্রা
ত্রিপুরা , ২২ সেপ্টেম্বর : নিজের দায়িত্ব বুঝে নিতে রাজ্যে পা রাখলেন বিজেপির রাজ্য প্রভারি মহেশ শর্মা। একই সাথে রাজ্যে এলেন উত্তর-পূর্বাঞ্চলের কো-অর্ডিনেটর তথা বিজেপির
সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্রা। বুধবার এমবিবি বিমান বন্দরে তাদের স্বাগত জানান
প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন তাদের সাথে একই বিমানে দিল্লি থেকে রাজ্যে পৌঁছালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও।
রাজ্যসভার একমাত্র শূন্য আসনে নির্বাচন হতে যাচ্ছে
বৃহস্পতিবার।
এই আসনে বিজেপির মনোনীত প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যসভার সাংসদ হিসেবে তার বিজয় শুধু এখন সময়ের অপেক্ষা। বৃহস্পতিবার
ভোটের পর এদিনই ভোটের ফলাফল ঘোষিত হবে। স্বাভাবিকভাবেই আগামী দিনে
বিপ্লব কুমার দেবকে রাজ্যের সাংসদ হিসেবে দেখা যাবে তা বলাই বাহুল্য। পাশাপাশি তিনি
হরিয়ানা প্রদেশের বিজেপির প্রভারীর দায়িত্ব পালন করবেন। এ ব্যাপারে বিপ্লব কুমার দেব
আগেই জানিয়েছেন, ত্রিপুরা এবং হরিয়ানায় সংগঠন বিস্তারের ক্ষেত্রে মাসে ১৫ দিন করে সময় দেবেন দুই রাজ্যকেই। ইতিমধ্যেই রাজ্যে
এসে পৌঁছে গেছেন রাজ্য সভায় বিজেপির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। একই সাথে রাজ্যের দায়িত্ব নিতে এদিন রাজ্যে এসে পৌঁছালেন ত্রিপুরার নয়া নিযুক্ত রাজ্য প্রভারী সাংসদ মহেশ শর্মা। রাজ্যে বিজেপির সংগঠনিক কাজকর্ম খতিয়ে দেখতে একইসাথে এদিন রাজ্যে এসে পৌঁছেছেন উত্তর-পূর্বাঞ্চলের বিজেপির কো-অর্ডিনেটর তথা বিজেপির
সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্রা। বিমানবন্দরে তাদের স্বাগত জানালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার সহ অন্যান্য নেতৃত্বরা। প্রসঙ্গত ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঘর গুছাতে শুরু করে দিয়েছে বিজেপি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও চাইছে ত্রিপুরা রাজ্যে ফের বিজেপি সরকার প্রতিষ্ঠিত হোক। সেই মোতাবেক কাজ শুরু করা হয়েছে।
সম্প্রতি দলের সাংগঠনিক স্তরে একাধিক রদবদল করা হয়েছে। প্রদেশ বিজেপির সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে রাজীব ভট্টাচারকে। পাশাপাশি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেবকে প্রার্থী করা হয়েছে রাজ্য সভায় রাজ্যের এক মাত্র আসনে।একই সাথে দায়িত্ব দেওয়া হয়েছে হরিয়ানার প্রভারীর। একই সাথে পরিবর্তন করা হয়েছে ত্রিপুরা রাজ্যের বিজেপি প্রভারী। প্রদেশ বিজেপির প্রভারীর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বিনোদ সোনকরকে। একই সাথে প্রদেশ
বিজেপির প্রভারী করা হয়েছে সাংসদ ডাক্তার মহেশ শর্মাকে। প্রদেশ বিজেপির প্রভারী হিসাবে দায়িত্ব পাওয়ার পর বুধবার প্রথম বারের মতো
রাজ্যে এলেন সাংসদ ডাক্তার মহেশ শর্মা।এইদিন মহেশ শর্মার সাথে রাজ্যে আসেন বিজেপির রাষ্ট্রীয় মুখপাত্র সম্বিত পাত্র, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা। এইদিন এমবিবি বিমান বন্দরে
প্রদেশ বিজেপির প্রভারি ডাক্তার মহেশ শর্মাকে স্বাগত জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার, বিধায়ক কৃষ্ণধন দাস, প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক টিঙ্কু রায় সহ অন্যান্যরা। রীতি মতো এমবিবি বিমান
বন্দরে ফুলের পাপড়ি ছিটিয়ে, ঢাক ঢোল বাজিয়ে এইদিন প্রদেশ বিজেপি প্রভারিকে রাজ্যে স্বাগত জানানো হয়। রাজ্য প্রভারী হিসেবে নিজের দায়িত্ব বুঝে নিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলকে সুসংহত
করার কাজে তিনি খুব শীঘ্রই পদক্ষেপ নেবেন এমনটাই আশা করছেন, রাজ্যের বিজেপি কর্মী সমর্থকরা।
Download App : https://play.google.com/store/apps/details?id=com.insyssky.app.tripuranewsofficial