Feature NewsfleshNewsত্রিপুরা

রাজ্যে চালু ভারত হেলথ অ্যাকাউন্ট

ত্রিপুরা, ৯ নভেম্বর : মঙ্গলবার পশ্চিম ত্রিপুরার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন সাংবাদিক সম্মেলনে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট আই ডি বা ১৪ অঙ্কের আভা নম্বর তৈরির কথা জানান । দীর্ঘ ৫৭ মাস পরে রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবার সুযোগ পেতে এই আভা নম্বর তৈরির সিদ্ধান্ত নিয়েছে। গত ১২ অক্টোবর থেকে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে ‘ইন্টারন্যাশানাল হেলথ কভারিজ ডে’ কর্মসূচি পালন করার সংকল্প নিয়েছে। জেলাশাসক জানান, এতে কোনো আয়ের বাধা নেই, নেই বয়সের কোনো প্রতিবন্ধকতা। রাজ্যবাসী মাত্রই এই পরিষেবার সুযোগ নিতে পারবেন। এই আইডিতে দেশের প্রতিটি নাগরিকের নিজের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য ডিজিটালি সংরক্ষণ করতে পারবেন এবং প্রয়োজনে সে তথ্য ব্যবহার করতে পারবে। এই আই ডি রোগীকে হাসপাতালে ভর্তি থেকে ছুটি হওয়া পর্যন্ত স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন পরিষেবা সাহায্য করবে। থাকবেনা কাগজপত্রের কোনো ঝামেলা। সবকিছু অনলাইনে হবে। রোগীর ভর্তি, চিকিৎসা এবং ছুটি পর্যন্ত সমস্ত কিছু কাগজবিহীন।

৫৭ মাস অতিক্রান্তের পর হঠাৎ এই ‘ইন্টারন্যাশনাল হেলথ কভারিজ ডে’ উপলক্ষে আভা নম্বর তৈরির যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে তাতে প্রশ্ন উঠেছে।

বিরোধী দলের পক্ষে অভিযোগ করা হয় যেখানে রাজ্যে প্রধান হাসপাতাল থেকে শুরু করে কমিউনিটি হেলথ সেন্টারে পর্যন্ত প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নেই, নেই জীবন দায়ী ওষুধও। সেখানে আভা নম্বর তৈরি করা নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত চরম ভাওতা ছাড়া কিছু নয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেলাশাসক জানান এই নম্বর হল রোগীর রেজিস্ট্রেশন। এর সঙ্গে আয়ুষ্মান কার্ডের ন্যূনতম সম্পর্কও নেই। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দেবাশিষ দাস জানিয়েছেন এই পর্যন্ত পশ্চিম জেলায় ৩ লক্ষ ৭০ হাজার মানুষের আভা নম্বর ইস্যু হয়েছে। সারা রাজ্যের মধ্যে পশ্চিম জেলা এই বিষয়ে সেরা পুরস্কারও জিতেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *