Feature Newsfleshঅন্যান্যত্রিপুরা

রাজ্যে পূজা এবার ২৫০৬

ত্রিপুরা, ৩০ সেপ্টেম্বর : এবছর রাজ্যে ২৫০৬টি শারদীয়া দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। গত বছর এই সংখ্যা ছিল ২১৭৬। আজ পুলিশ সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এআইজিপি আইন শৃঙ্খলা জ্যোতিস্মান দাশচৌধুরি একথা জানান। তিনি বলেন, এবছর শহর এলাকায় ৯৭৯টি এবং গ্রামীণ এলাকায় ১৫২৭টি পূজা হবে। আগরতলা পুর এলাকায় দুর্গা পূজা হবে ৪৩৬টি। তিনি জানান পুজোর দিনতে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য ব্যাপক পুলিশি ব্যবস্থা করা হয়েছে। প্রযোজনীয় সংখ্যক পুলিশ, টি এস আর, এস পি ও মোতায়েন থাকবে। আগরতলা শহরে পুজোর দিনগুলিতে কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। নেশা বিরোধী অভিযান নিয়ে তিনি বলেন, রাজ্য পুলিশের নেশা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গত এক মাসে পুলিশ ৮৬৩০ কেজি গাঁজা, ১৮৭ গ্রাম হেরোইন, ৮৯৪৬ বোতল নেশা দ্রব্য কফ সিরাফ এবং ৪৯৮২৪টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ব্যাপারে এন ডিপি এস ধারায় ৫১টি মামলা নথিভুক্ত করা হয়েছে। ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উৎসবের দিনগুলিতেও এই নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে। তিনি জানান। তিনি আরও জানান রাজ্যে জঙ্গি গতিবিধির কোনো রিপোর্ট নেই। যদিও বি এস এফ’কে সীমান্তে সতর্ক করে দেওয়া হয়েছে। ট্রাফিকের পক্ষ থেকেও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বেআইনি পার্কিং হেলমেট ছাড়া দ্বিচক্রযান চালানো, অতি দ্রুতগতি এবং অন্যান্য ট্রাফিক আইন লংঘনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়েছে।

গত এক মাসে ট্রাফিক আইন লংঘনের দায়ে আনুমানিক ১ কোটি টাকা জরিমানা বাবদ আদায় করা হয়েছে।

তিনি জানান, জনসাধারণের সম্পত্তি রক্ষায় পুলিশ তার দায়িত্ব পালন করছে। চুরি, ডাকাতি ইত্যাদির ঘটনায় গত এক মাসে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে পশ্চিম জেলাতেই রয়েছে ৩২ জন। তাদের মধ্যে বলদাখাল এলাকায় সম্প্রতি ডাকাতির ঘটনায় বোধজংনগর থানা দুইজন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। পুলিশের প্রয়াস কর্মসূচিতে ৭২৬টি সচেতনতা মূলক কর্মসূচি নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *