Feature Newsfleshত্রিপুরারাজনীতি

রাজ্যে সুশাসন বলতে কিছুই নেই : পবিত্র

ত্রিপুরা , ২৭ সেপ্টেম্বর : বিজেপির ভরাডুবি হবে সন্ত্রাস ও প্রতিশ্রুতি পালনে ব্যর্থতার জন্য। পাঁচ বছর আগে দেওয়া প্রতিশ্রুতির কোনটিই পালন করেনি এই দল। বক্তা প্রাক্তন উপাধ্যক্ষ তথা সিপিএমের রাজ্য কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য পবিত্র করের। সোমবার সালেমা বাজারে দলীয় অফিসের সামনে আয়োজিত এক প্রকাশ্য সভায় তিনি এই মন্তব্য করেন। এর আগে হয় ১৭ দফা দাবির সমর্থনে মিছিল। দীর্ঘদিন পর সালেমায় সিপিএম মিছিল করেছে। কয়েকদিন আগে অফিসও চালু করেছে।

অন্যতম বক্তা পবিত্র কর বলেন, রাজ্যে সুশাসন বলতে কিছু নেই।

রাস্তাঘাট ভেঙে গেছে। সেচের ব্যবস্থা এখন করুণ কৃষকের। জল পাচ্ছেন না। বেকারদের চাকরি নেই। তিনি বলেন, সন্ত্রাস ও ব্যর্থতার জন্যই পতন হবে বিজেপি সরকারের। আজ ১৭ দফা দাবির সমর্থনে বিডিও অফিসে এক স্মারকলিপিও দেওয়া হয়। দাবিসমূহের মধ্যে আছে সেচের ব্যবস্থা, কর্মসংস্থান ইত্যাদি। পথসভায় জেলা সম্পাদক পঙ্কজ চক্রবর্তী, মহকুমা সম্পাদক অঞ্জন দাস, কর্মকর্তা অমলেন্দু দেববর্মা প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *