রাজ্য জুড়ে বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ
ত্রিপুরা, ১৩ অক্টোবর : বেসরকারি বিদ্যুৎ কোম্পানির অপদার্থতায় গন্ডাছড়া মহকুমায় বিদ্যুৎ যান্ত্রনা বেড়েই চলেছে। খোঁজ নেওয়ারও কেউ নেই ফলে চরম ক্ষোভে ফুঁসছে বিদ্যুৎ ভোক্তারা। ঘেরাও হতে পারে বিদ্যুৎ কার্যালয়। এমনই গুঞ্জন সংশ্লিষ্ট এলাকায়। বলাবাহুল্য প্রায় দুই বছর পূর্বে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব গ্রহণ করে বেসরকারি সংস্থা ফিডকো।
বেসরকারি ওই বিদ্যুৎ অফিস সূত্রে জানা গিয়েছে এক বছর এগারো মাসে গন্ডাছড়া বিদ্যুৎ অফিসের পর্যয়ক্রমে পাঁচ জন ইন -চার্জ তথা ম্যানেজার বদলি হয়েছেন।
কারণ একটাই কাজে চরম গাফিলতি। বর্তমানেও চলছে এই দুরাবস্থা। অভিযোগ গত বেশ কিছু দিন যাবত গন্ডাছড়া মহকুমায় বিদ্যুৎ পরিষেবা লাটে উঠেছে। মহকুমার সদর বাজার সংলগ্ন দুর্গাপুর বাসিন্দাদের বিদ্যুৎ যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে জানান বুধবার সকাল নয়টায় দুর্গাপুর গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় কিন্তু নয়টা পর্যন্ত বিদ্যুতের দেখা পাওয়া যায়নি।