Feature Newsfleshঅন্যান্যবিশ্ব

রাণী এলিজাবেথ সম্মান পেলেন ভারতীয় বংশোদ্ভূত সুয়েলা

ত্রিপুরা , ২৮ সেপ্টেম্বর : প্রথম রাণী দ্বিতীয় এলিজাবেথ পুরস্কার প্রথম পেলেন একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ। তিনি হলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারমেন। একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে জানানো হয় একথা। ৪২ বছরের ব্যারিস্টার ব্র্যাভারমেনকে এমাসের শুরুতে মন্ত্রিসভায় নেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। সুয়েলা ব্র্যাভারমেন বলেন, এই পুরস্কার তার জীবনে অপরিমেয় সম্মান।

এর পুরো নাম ‘কুইন এলিজাবেথ টু ওম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’

সদ্য রাণীর প্রয়াণের পর এই আন্তর্জাতিক পুরস্কার চালু হয়েছে। লন্ডন শহরে জন্মানো সুয়েলার পিতা গেয়ার খ্রিস্টান ও মা উমা তামিলনাড়ুর মানুষ। মেয়ের হয়ে তারা এই সম্মান গ্রহণ করেছে গতকাল। সুয়েলা ব্র্যাভারমেন বলেন, ৬০-এর দশকে তার পিতা মাতা যুক্তরাজ্যের বাসিন্দা হন। সুয়েলা ব্র্যাভারমেন কনজারভেটিভ এম.পি। ২০১৫ সালের ৭ মে থেকে তিনি হাউস অব কমন্সে ফেয়ারহামের প্রতিনিধি । ২০২০ সাল থেকে তিনি ইংল্যাণ্ড এবং ওয়েল্সের অ্যাটর্নি জেনারেল ছিলেন। ছিলেন নর্দান আয়ারল্যাণ্ডের অ্যাডভোকেট জেনারেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *