Feature NewsfleshTrending Newsত্রিপুরা

রাতারাতি পুরনিগমের হাফিজ লক্ষ টাকা

ত্রিপুরা , ২১ সেপ্টেম্বর : রাজ্যের আগরতলা পুরনিগম রাতারাতি হাফিজ করেছে লক্ষ টাকা , কিন্তু কাজের হিসেব শূন্যের কোঠায় । পূজোর আয়োজনে টুয়েপের পাশাপাশি ওয়ার্ড এলাকায় স্ট্রিট লাইট সংস্কার সহ জরুরী কাজের জন্য প্রতি কর্পোরেটর ৬ লাখ টাকা বরাদ্দ করেছে পুরনিগম । কিন্তু সাতসকালে কয়েকজন ডেকে টুয়েপের কাজ করানো হচ্ছে , তাও লোক দেখানো । রাজধানীর বহু পুর নিগম এলাকার স্ট্রিট লাইট অকেজো , সারাইয়ের উদ্যোগ নেই । তাহলে ৬ লাখ টাকা গেলো কোথায় ? কি কি কাজ হলো এই ৬ লাখ টাকায় ? অনেক কর্পোরেটরদের সাথে কথা বলে সঠিক হিসেব পাওয়া গেলনা । আগরতলা পুর নিগম মেয়র , সর্বোপরি মুখ্যমন্ত্রি যদি পুর নিগম এলাকায় হঠাৎ সফর করে কাজের হিসেব চান তাহলেই সবকিছু পরিষ্কার হবে । ৬ লাখের হিসাব মিলিয়ে নেওয়া কৌশলও ফাঁস হবে । কিন্তু বিরোধীহীন পুর নিগমে এটা করবে কে ? পুরনিগমের মেয়র সততার সঙ্গে কাজ করছেন বলে দাবি ।

তাহলে তিনিও এ সংবাদ প্রকাশের পর কাউকে না জানিয়ে ছুটে যাবেন প্রতিটা ওয়ার্ডে এমন বিশ্বাস করা কি ভুল হবে ?

পুরনিগমের নির্বাচনের পর বহু কেলেঙ্কারি ও অর্থ হাফিজ করার অভিযোগ পাওয়া গেছে । কয়েকজন কর্পোরেটর ছাড়া বাকিদের নিয়ন্ত্রন করছে একাংশ ধান্দাবাজ , চতুরলোক । আবার কয়েকজন কর্পোরেটরদের স্বামী নিজেকে বাহুবলী মনে করছে । তারাই সেই এলাকার ডন । তাদের অত্যাচারে সাধারণ জনগণ অতিষ্ট কিন্তু সহজ সরল মহিলা কর্পোরেটদের সামনে রেখে হরিরলুট চললেও মেয়র নিরব দর্শক । তিনিও হেরে যাচ্ছেন কর্পোরেটদের স্বামীদের কাছে । ৬ লাখ টাকার হিসাব দেওয়া অবশ্য ওয়ার্ড সচিব বা কর্পোরেটদের । কিন্তু তারাও অসহায় । আবার অনেকে তাদের মধ্যে মিলিঝুলি মারিং করে পূজোর আনন্দে মাতবে বলে মনে করছে । কিন্তু তাদের বিরুদ্ধে শাসক দলের নেতারাও নিরব ।

সূত্র : আজকের ফরিয়াদ

Download App : https://play.google.com/store/apps/details?id=com.insyssky.app.tripuranewsofficial

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *