Feature NewsNewsএই মুহূর্তেত্রিপুরা

রাতের শহরে নেশাখোরদের দাপাদাপি দুর্ঘটনা

ত্রিপুরা , ২৬ সেপ্টেম্বর : শনিবার গভীর রাতে নেশাগ্রস্থ হয়ে দুর্ঘটনায় পড়ে আহত হয়েছে চার বাইক আরোহী। ঘটনা রাজধানী আগরতলার প্রাণ কেন্দ্র পুলিশ সদর দপ্তরের পাশে ফ্লাইওভারের নিচে।

নেশাগ্রস্থ অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে চার যুবক রাজপথে ছিটকে পড়ে।

পরবর্তী সময়ে দমকল বাহিনী তাদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় বলেই পুলিশ সূত্রে জানা গেছে। শারদীয় দুর্গোৎসবের প্রাক মুহূর্তে রাজধানী আগরতলা শহরের রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। রাতের আগরতলা শহর যেন অপরাধ নগরীতে পরিণত হয়ে উঠেছে। প্রায় প্রতিদিন আগরতলার বিভিন্ন এলাকায় চোর ডাকাত বাইক বাহিনী নেশাখোরদের উৎপাত দেখা যায়। মহালয়ার প্রাক রাতে রাজধানী আগরতলার পুলিশ সদর দপ্তরের কাছে নেশাগ্রস্থ দুই মোটর বাইক দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত পক্ষে চারজন। রাজধানী আগরতলা শহরে গভীর রাতে নেশাগ্রস্থ অবস্থায় যেমন দুর্ঘটনা ঘটছে তেমনি মাতালদের হাতে আক্রান্ত হতে হচ্ছে সাধারণ মানুষকে। জরুরী প্রয়োজনে রাতে শহরে বেরোলে আক্রান্ত হচ্ছে মাতালদের হাতে। রবিবার দেবী পক্ষের সূচনা হয়ে গেছে, শারদীয় উৎসবের হাওয়া বইছে সর্বত্র। আবাল বৃদ্ধ বণিতার মনে উৎসবের আনন্দ। গভীর রাত পর্যন্ত পরিবারের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *