Feature NewsfleshNewsত্রিপুরা

রানীরবাজারে দু হাজার কেজি গাঁজা আটক

ত্রিপুরা, ১২ নভেম্বর : নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে গাঁজা বিরোধী অভিযানে এযাবৎকালের মত সর্ববৃহৎ সাফল্য পেল রানীরবাজার থানা। নেপথ্যে মূল কারিগর রানীবাজার থানার বড়বাবু তথা ইন্সপেক্টর আশীষ সরকার। গতকাল মধ্যরাত্রিতে গোপন সূত্রে খবর পেয়ে রানীরবাজার থানার পুলিশ আমতলী থানা এলাকা থেকে সন্দেহজনকভাবে আটক করে। RJ 18 GB 4272 নম্বরের একটি ট্রাক গাড়ি। সাথে আটক করা হয়।

উত্তরপ্রদেশের কনৌজ জেলার বাসিন্দা অশ্বিনী এবং ভানু প্রতাপ নামের দুই ব্যক্তিকে।

পরবর্তীতে গাড়িটি রানীরবাজার থানায় নিয়ে আসার পর দেখা যায় গাড়িতে রাবার সিট বোঝাই করা আছে। জিরানিয়া মহকুমা পুলিশ আধিকারিক এবং রানীরবাজার থানার ওসি সাহেবের সন্দেহ তৈরি হওয়ায় উনাদের নির্দেশে গাড়িতে বোঝাই করে রাখা রাবার সিটের প্যাকেট খুলতে শুরু করে পুলিশ। আর তারপরই চক্ষু চরক গাছ হওয়ার উপায়। উপরে রাবার সিট থাকলেও খোলার পরেই প্যাকেট থেকে বেরিয়ে আসতে থাকে বড় বড় গাঁজার প্যাকেট। আস্তে আস্তে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *