রাবার শিল্পের উন্নয়নে জনগণের আগ্রহ বাড়ছে
ত্রিপুরা, ১৪ নভেম্বর : ত্রিপুরা রাজ্যের তথা খোয়াইয়ের একটি বৃহৎ অংশের জনগণ এই রাবার শিল্পের উপর নির্ভর করে জীবন অতিবাহিত করছেন। তথা রাজ্যের অর্থনীতি বুনিয়াদ পরিকাঠামোতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা অবস্থান করছে। এই রাবার শিল্পের উপর নির্ভর করে খোয়াইয়ে বিশেষ করে উপজাতি এলাকাতে শতকরা আশি শতাংশ জনগণ কাচা বাবারের উপর নির্ভর করে জীবন অতিবাহিত করছেন বাবার শিল্পটিকে টিকিয়ে রাখতে ও এই চাষবাসকে উন্নতির দিকে নিয়ে যেতে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সেই রকম কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। গতানুগতিক একটা পদ্ধতিতে চলছে এই রাবারের চাষবাস। ত্রিপুরা রাজ্যের থেকে প্রচুর পরিমাণ কাঁচা রাবার রাজ্যের বাইরে যাচ্ছে যার অধিক অংশ মুনাফা নিচ্ছে পুঁজিপতিরা। আমাদের ত্রিপুরা রাজ্যের রাবারের গুণগতমান..