Feature Newsfleshত্রিপুরাভারত

রামমন্দিরের অনুকরণে নেতাজী প্লে সেন্টার

ত্রিপুরা , ২২ সেপ্টেম্বর : অযোধ্যার রাম মন্দিরের অনুকরণে এবার গড়ে উঠছে আগরতলা নেতাজি প্লে সেন্টারের পূজো মন্ডপ। মণ্ডপের উচ্চতা ৬০ ফুট ও প্রস্থ ৮৫ ফুট। মণ্ডপ নির্মাণের দায়িত্বে রয়েছেন পশ্চিমবঙ্গের নবদ্বীপের সাধক ডেকোরেটর। এবারের পুজোর বাজেট প্রায় ৪০ লক্ষ টাকা। ক্লাবগৃহে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ক্লাবের কর্মকর্তারা। মাঝে আর মাত্র কয়েকটা দিন বাকি। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কাউন্ট ডাউন। চারিদিকে শুধু চলছে জোরদার প্রস্তুতি। অক্টোবর মাসের প্রথম দিকেই শুরু রাজ্যের সর্ববৃহৎ উৎসব শারদীয়া দুর্গাপুজো। আর এই পুজোকে ঘিরে সর্বত্রই যেন চলছে যুদ্ধকালীন তৎপরতায় পুজোর প্রস্তুতি। গেল দুই বছর করোনার কারণে পূজোর আনন্দ অনেকটাই ভাটা পড়ে। এবছর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায়, সর্বত্রই উৎসবের আমেজ চলছে পূজোর আয়োজন। | বিশেষ করে বিগ বাজেটের ক্লাবগুলির তৎপরতা এখন চরমে। বহু ক্লাব এবছর লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দর্শণার্থীদের এ বছর ক্লাবের পূজোর বাজেট প্রায় আকর্ষণ করতে তৈরি করছেন আকর্ষণীয় মন্ডপ। নানা থিম নিয়ে ক্লাবে ক্লাবে চলছে এখন বিশাল মন্ডপ নির্মাণের কাজ। লক্ষ্য ও উদ্দেশ্য একটাই পুজোর দিনগুলিতে রেকর্ড সংখ্যক দর্শণার্থীদের মন্ডপে শামিল করা। রাজধানী আগরতলার অন্যতম একটি বনেদি ক্লাব হল নেতাজি প্লে সেন্টার। ঐতিহ্যবাহী এই ক্লাব বরাবরই পূজোতে আকর্ষণীয় মন্ডপ উপহার দিয়ে থাকে দর্শণার্থীদের। এবারো যেন তার ব্যতিক্রম নয়। এবছর ক্লাব নির্মাণ করছে অযোধ্যার রাম মন্দিরের অনুকরণে রাম মন্দির। নানা কারণে অযোধ্যায় গিয়ে রাম মন্দির দেখার সৌভাগ্য যাদের নেই, তাদের রাম মন্দির দেখার সুযোগ করে দিতেই এবছর রাম মন্দিরের অনুকরণে পুজোমণ্ডপ নির্মাণ করার উদ্যোগ নেয় ক্লাবের কর্মকর্তারা। মণ্ডপ নির্মাণের দায়িত্বে রয়েছেন পশ্চিমবঙ্গের নবদ্বীপের সাধক ডেকোরেটর।

৬০ ফুট উচ্চতা ও ৮৫ ফুট প্রস্থে গড়ে উঠবে রাম মন্দিরের অনুকরণে নেতাজি প্লে ফোরামের পূজা মন্ডপ।

বুধবার ক্লাব গৃহে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন ক্লাবের কর্মকর্তারা। তারা আরো জানান আগামী ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজো মণ্ডপ দর্শণার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এই অনুষ্ঠানে মণ্ডপের দ্বারোদঘাটন করবেন রামকৃষ্ণ বিবেকানন্দ মঠের সম্পাদক শ্রীমৎ স্বামী সাধনান্দজী মহারাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। সাংবাদিক সম্মেলনে ক্লাব কর্মকর্তারা আরো জানান, বিগত দিনের মতোই আবার শারদীয়া উৎসব উপলক্ষে ক্লাব আয়োজন করবে নানা কর্মসূচি। মহালয়ার দিন অনুষ্ঠিত হবে বসে আঁকো প্রতিযোগিতা। এছাড়া আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ক্যান্সার হাসপাতালে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ, শিশু গৃহের আবাসিকদের মধ্যে পুষ্টিকর খাবার, খেলনা ও বস্ত্র বিতরণ এবং পূজায় আগত দর্শণার্থীদের জন্য থাকবে বিশেষ বিনোদন আনন্দ মেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *